এই মুহূর্তে জেলা

উচ্ছাসের বাঁধ ভাঙল বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের মনোনয়ন ঘিরে।

হুগলি , ২০ মার্চ:- উচ্ছাসের বাঁধ ভাঙল তারকা প্রার্থীকে ঘিরে। চন্ডীতলার চন্ডী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে বের হয় চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তাকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মত। একবার ছবি আর টিভিতে দেখা তারকাকে একবার ছুঁয়ে দেখতে একটা সেলফি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। প্রচন্ড রোদে সাদা লিনেনের সার্ট ভিজে জবজবে হয়ে যায় যশের। তবু হাসি মুখে অুনুরাগীদের আবদার মেটাতে থাকেন। ফুল মালায় বরন করে নেয় অনুরাগীরাও। চন্ডী মন্দির থেকে বেরিয়ে চন্ডীতলা মোরে নেতাজি মূর্তিতে মালা দেন যশ।

তারপর কৈলাশ বিজয় বর্গিয় আর অভিনেত্রী পূজা বোসকে নিয়ে শ্রীরামপুরের উদ্যেশ্যে বেরিয়ে যান, এত মানুষের ভালোবসা দেখে যশ বলেন, তিনি নেতা বা অভিনেতা হয়ে আসেন নি।চন্ডীতলার ঘরের ছেলে হয়ে এসেছেন। তাদের পাশে থাকতে এসেছেন। তাই মানুষ তাকে ভোট দেবে তিনি জিতবেন। বিজেপি সমর্থকরা হুড খোলা জিপের পিছনে টুম্পা সোনা গানের বাজনায় নাচতে নাচতে তার সঙ্গে চলতে থাকে। মনোনয়ন পত্র জমা দেবার পর যশ বলেন মানুষের উৎসাহ দেখে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। একশো শতাংশ আশাবাদী জেতার ব্যাপারে তিনি। প্রচারে বেরিয়ে মানুষের কষ্টের কথা শুনে তার দায়িত্ব অনেক বেড়ে গেছে বলেও জানান। জিতে এলে স্বাস্থ্য, খেলা, শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দেবেন।