হুগলী ,১৯ মার্চ:- হুগলীর শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী করেছেন কবীর শঙ্কর বোসকে। শুক্রবার শ্রীরামপুর মহকুমাশাসক দপ্তরে জমা দিলেন মনোনয়ন। বিজেপি প্রার্থী বলেন তৃনমুল সরকার যাচ্ছে, বিজেপি সরকার আসছে। তৃনমুলের নেতাদের বলবো মাঠে নেবে খেলুন, পিছনে থেকে খেলবেন না। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন হিংসা করার চেষ্টা করবেনা।
Post Views: 416