হাওড়া , ১৯ মার্চ:-ভোটের আগেই হাওড়ার দাশনগরের শেখপাড়ায় উদ্ধার বোমা। বাড়ির মধ্যে মজুত করে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার এক। শেখ আফতাব নামের এক যুবককে গ্রেফতার করেছে দাশনগর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বাজি বানানো হত সেখানে। কয়েকটি বোমার পাশাপাশি বেশ কিছু শব্দবাজিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।
Post Views: 334







