এই মুহূর্তে জেলা

হরিদ্বার থেকে নাগা সন্ন্যাসীর আগমন কোন্নগরে ,আশীর্বাদ করলেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে।

হুগলি, ১৭ মার্চ:- হরিদ্বার থেকে এদিন হটাৎ নাগা সন্ন্যাসীর আগমন ঘটলো হুগলি জেলার কোন্নগরে। এদিন কোন্নগরে হটাৎ আগমন ঘটে হরিদ্বার থেকে আসা নাগা সন্ন্যাসীর। তার সাথে ছিলেন আরো কয়েকজন মহারাজ। তারা কোনো ভাবে খবর পেয়ে এসে পৌঁছায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের অফিসে। সেখানে এসে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে আশীর্বাদ করেন হরিদ্বার থেকে আসা নাগা সন্ন্যাসী। এবিষয়ে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন সন্ন্যাসী মহারাজরা কিভাবে খবর পেলো বা কিভাবে এলো সেটা তার জানাই ছিলোনা। মহারাজরা জানান যে তারা হরিদ্বার থেকে পুরি হয়ে যাচ্ছিলেন কোন্নগরে এসে বিজেপি প্রার্থীর কথা জানতে পেরে তার অফিসে এসে আশীর্বাদ করে যান।