এই মুহূর্তে কলকাতা

নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কলকাতা, ১৪মার্চ;- ভোট পর্ব শেষ হবার পর ভোটের ফল ঘোষণার দিন পর্যন্ত ইভিএম এবং ভি ভি প্যাড রাখা হয় স্ট্রং রুমে, থাকে যথেষ্ট পাহারা। অন্যান্য বারের মতন এবার থাকছে একটু অন্যরকম। স্ট্রং রুম বন্ধ করার সময় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সীলমোহর দিয়ে বন্ধ করেন। সূত্রের খবর এবারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্ট্রং রুম বন্ধ করার সময় স্বীকৃত রাজনৈতিক দল গুলি দরজার তলাতে নিজেদের দলের সীলমোহর লাগাতে পারবেন। বস্তুত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আগামী বিধানসভা নির্বাচনে প্রথম প্রয়োগ হতে চলেছে। তবে সে ক্ষেত্রে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে , নির্বাচন কমিশন সূত্রে একথা জানা গেছে । এর আগে বিভিন্ন সময়ে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। এছাড়া ইভিএম সুরক্ষা নিয়ম নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বহুদল। এই নির্দেশের পর বিরোধীদের সমস্ত অভিযোগ কার্যত নস্যাৎ হতে চলেছে।