এই মুহূর্তে কলকাতা

পায়ে যন্ত্রণা সত্বেও হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা ,১৪মার্চ:-পায়ে যন্ত্রণা সত্বেও তিনি হুইল চেয়ারে সারা বাংলা ঘুরে প্রচার করবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হওয়ার পর আজই প্রথম দলীয় কর্মসূচীতে অংশ নেন তিনি। নন্দীগ্রাম দিবস উপলক্ষে আজ কলকাতায় মেয়ো রোডে গান্ধী মূর্তি থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পদযাত্রায়, হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেন তিনি। হাজরা মোড়ের সভায় মমতা বলেন, শারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের এবং গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। চিকিৎসকরা তাঁকে আরো কিছুদিন বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছিলেন।

তবু চিকিৎসকদের অনুমতি নিয়েই তিনি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আজ থেকেই বেরিয়ে পড়েছেন। আহত বাঘ বেশি ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, বাংলাকে ঘিরে যে চক্রান্ত চলছে, তা নস্যাৎ করতে হবে। এদিন গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মমতা। সঙ্গে ছিলেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি প্রমুখ। হাজরা মোড়ের সভা শেষ করে হেলিকপ্টারে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেন আগামীকাল পুরুলিয়ায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে তাঁর।