এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় মুখ্য সচিবের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন।

কলকাতা , ১৩ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর দেয়া রিপোর্টে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। ফের নতুন রিপোর্ট আগামী 24 ঘন্টার মধ্যে দিতে বলেছে কমিশন। সূত্রে জানা গেছে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে বলা হয়েছিল গাড়ির দরজার চাপ লেগেই আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। সে সময় ওই স্থানে বিপুল ভিড় ছিল বলে রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এই আঘাত নিছক দুর্ঘটনা না ইচ্ছাকৃত ভাবে কেউ আঘাত করেছে তার স্পষ্ট কারণ উল্লেখ ছিল না ওই রিপোর্টে। এই কারণেই মুখ্যসচিবের রিপোর্টে কমিশন খুশি হতে পারেনি। এছাড়াও কিভাবে গাড়ির দরজার চাপ লেগে মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন তারও স্পষ্ট উল্লেখ ছিল না ওই রিপোর্টে বলে জানা গেছে।