এই মুহূর্তে জেলা

ছাত্রের মৃতদেহ উদ্দারকে কেন্দ্র করে রণক্ষেত্র ডানকুনি।

হুগলি , ১০ মার্চ:- সোমবার রাত থেকে টানা দুদিন নিখোঁজ থাকার পর রহস্যজনক ভাবে ডানকুনির নয়ানজুলি থেকে বি টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে নয়ানজুলি থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদীপ্ত দেওয়ারি(১৯)। বাড়ি ডানকুনির স্বরুপনগরে। ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ কে নিশানা করে এ দিন দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। তাদের অভিযোগ পুলিশ ছাত্র কে পিটিয়ে মেরে নয়ানজুলিতে ফেলে দিয়েছে। এ দিন পুলিশের জিপ উল্টে দিয়ে রাস্তার উপরে বসে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। যদিও ডানকুনি থানার পুলিশ জানিয়ছে দুই যুবক রাতের অন্ধকারে ট্রাকের কাচ ভাঙছিল। ট্রাকে পাথর ছুড়ছিল।

ওই সময় টহলরত পুলিশকে দেখে দুই যুবক পালাতে যায়। একজন কে পুলিশ ধরে নিলেও সুদিপ্ত নয়ানজুলিতে নেমে যায়। সাঁতার না জানার কারণে নয়ানজুলিতে ডুবে নিখোঁজ হয় ছাত্র। তবে ছাত্র মদ্যপ ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। দীর্ঘক্ষন রাস্তা অবরোধ করে বিজেপি। পাশাপাশি ভাঙচুরও করে পুলিশের গাড়ি। অবরোধ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তবে ময়না তদন্তের রিপোর্টে সব পরিস্কার হয়ে যাবে বলে পুলিশের দাবি। মৃতের দাদা সুপ্রিয় দোওয়ারি দাবি করেন ভাইকে খুন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফী করে ময়না তদন্তের দাবি করেন।সেই সঙ্গে দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবি করেন।