এই মুহূর্তে জেলা

বিরোধীদের ছক্কা মেরে উড়িয়ে দেবে মনোজ।

হাওড়া, ১০ মার্চ:-হাওড়া শিবপুর কেন্দ্রের লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী লেন কদমতলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল। উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসে হাওড়া জেলার চেয়ারম্যান অরূপ রায়। নাম ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তেওয়ারি। এদিন অরূপ রায় ও মনোজ তিওয়ারি দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হন। মনোজ তিওয়ারি বলেন, শিবপুর কেন্দ্রে জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী। অরূপ রায় বলে দিয়েছেন এই শিবপুর কেন্দ্র আমরা নির্বাচনে কোনদিনও হারিনি। আমাদের কর্মীরা চাঙ্গা আছে। আমরা এখান থেকে জিতেই ফিরব। আমি চ্যালঞ্জ নিতে সবসময় ভালবাসি। যেভাবে আমি এতবছর বাংলার সার্ভিস দিয়েছি। দেশের হয়ে শতরানও করেছি। রাজনীতির ময়দানে বড় ইনিংস খেলার চিন্তাভাবনা নিয়ে আমি নেমেছি। বড় ইনিংস খেলতে গেলে কি করে বিল্ড আপ করতে হয় আমাদের সেইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। সেইভাবেই আমি এগোছি। আমাদের ‘হেড কোচ’ কন্ট্রোল করে রেখেছেন। ওনার যা নির্দেশ দিচ্ছেন এবং তার সঙ্গে নিজের কিছু আইডিয়া নিয়ে এবং কর্মীদের সহায়তায় এগিয়ে যাচ্ছি।

আমরা সবাই খেলছি একমাত্র ট্রফি জেতার জন্য। সেটা হচ্ছে আবার টিএমসি সরকার দেওয়ার জন্য। এদিন অরূপ রায় সাংবাদিকদের বলেন, আমরা শিবপুর কেন্দ্র নিয়ে বরাবর আশাবাদী। যখন তৃণমূল তৈরি হয়েছিল সেই সময় শিবপুর আমাদের বেশি লিড দিয়েছিল। আমরা যাদের নিয়ে দল তৈরি করেছিলাম, তাঁরা কেউ যায় নি, সকলেই আছেন। পরে কেউ কেউ এসেছেন। কেউ কেউ চলে গিয়েছে। বানের জলের মতো এরা আসেন। আবার চলে যান। এতে কিছু যায় আসে না। যে সব লক্ষ লক্ষ কর্মী আমাদের দলের সম্পদ তাঁরা কেউ যায়নি। আমাদের সঙ্গে আছেন তাঁরা বিপুল ভোটে দলকে জেতাবে। জটু লাহিড়ী তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর এসেছিলেন। এরপর আমাদের দল থেকে চারবার বিধানসভার টিকিট পেয়েছেন। আমাদের দল থেকে একবার পুরনিগমের টিকিট পেয়েছেন। দল সিদ্ধান্ত নিয়েছিল কোভিডের কারণে ৮০ বছরের উর্ধ্বে যারা তাঁদের টিকিট দেওয়া হবে না। এটা নীতিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেউ যদি না মানতে পারে আমাদের সেটা আমাদের কাছে দুঃখজনক, লজ্জাজনক। জটু লাহিড়ীকে কর্মীরা জিতিয়েছেন, তৃণমূলের সিম্বল ছিল বলে জিতেছেন। অন্য দলের সিম্বলে এবার জিতে দেখান। মনোজ ট্রিপল সেঞ্চুরি করা লোক। সুতরাং ওতো অপজিশনকে ছক্কা মেরে উড়িয়ে দেবে। বাউন্ডারি কেন, হাওড়ার বাইরে পাঠিয়ে দেবে।