এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে নবগ্রামে উচ্ছাস , কানাইপুরে ক্ষোভ।


হুগলি , ৯ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিশিষ্ট অভিনেতা কাঞ্চন মল্লিক। আর অভিনেতা প্রার্থী কাঞ্চন মল্লিককে নিয়ে সোমবার উত্তাল হলো কোন্নগরের রাজনীতি। নবগ্রামে কাঞ্চন মল্লিককে নিয়ে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস আর ওপর দিকে কানাইপুর এলাকায় তৃণমূল প্রার্থীকে কর্মী সম্মেলনে না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিলেন কানাইপুর এলাকার তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন কোন্নগরের নবগ্রাম ও কানাইপুর এলাকায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের এসে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে দেখা করার কথা ছিল। কথা মতো সন্ধ্যায় নবগ্রাম দলীয় কার্যালয়ে আসেন কাঞ্চন মল্লিক তৃণমূল নেতা কর্মীদের সাথে আলোচনা সারেন বিধানসভা ভোট নিয়ে। তারকা প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছাসে ভাসেন নবগ্রামের তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। এরপর তার আসার কথা ছিল কানাইপুর এলাকায় সেই মতো সব ব্যবস্থা করেছিলেন কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব। কিন্তু শেষ মুহূর্তে কাঞ্চন মল্লিক জানান তার কোনো আত্মীয় অসুস্থ তাই তাকে ফিরে যেতে হচ্ছে। এতেই তাল কাটে।

কানাইপুরে কাঞ্চন মল্লিকের জন্য যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত বহু মানুষ ও কর্মী সমর্থকদের সামনেই প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কানাইপুর তৃণমূলের নেতৃত্ব ।প্রকাশ্যেই প্রার্থী কানাইপুরে না আসায় প্রাক্তন যুব সভাপতি বলেন প্রত্যেকবার তদের মাথার উপর এরকম একজন প্রার্থী বসিয়ে দেওয়া হয় যারা কর্মীদের আবেগ কিছু বোঝেই না।যে আত্মীয় অসুস্থ বলে নবগ্রামে এলেও কাঞ্চন মল্লিক কানাইপুরে আসতে পারলেন না তার জন্য দলের প্রচার কি তাহলে থেমে থাকবে সেই প্রশ্নও তোলেন প্রাক্তন যুব সভাপতি পার্থ ঘোষ। কানাইপুর পঞ্চায়েত প্রধান প্রার্থী তার এলাকায় না আসার কারণ হিসেবে অন্য কোনো রাজনীতি থাকতে পারে বলে জানান।সব শেষে প্রধান আচ্ছেলাল যাদব বলেন তারা কোনো প্রার্থীকে দেখে ভোট করবেন না শুধু মমতা ব্যানার্জীকে দেখে ভোট করবেন। তবে এদিন প্রার্থীকে নিয়ে দুই পঞ্চায়েত এলাকায় কোথাও উচ্ছাস আর কোথাও ক্ষোভ দেখা দেওয়ায় প্রথমেই কিছুটা চিন্তায় তৃণমূলের উচ্চ নেতৃত্ব।