এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণের জন্মতিথিতে ও সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।

হাওড়া , ৯ মার্চ:- বেলুড় মঠ করোনা ভাইরাস অতিমারীর প্রেক্ষিতে আগামী সোমবার ১৫ মার্চ ‘২০২১ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথির দিন বেলুড় মঠ বন্ধ থাকবে। বেলুড় মঠের পক্ষে এক ইউটিউব বার্তায় স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ জানিয়েছেন, ১৫ মার্চ জন্মতিথির দিনের পূজা অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান সহ বিকেলের ধর্মসভার বক্তব্য অনুষ্ঠান মঠের ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সম্প্রচারিত হবে। সমস্ত অনুষ্ঠান সূচী বেলুড় মঠের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একই কারণে ২১ মার্চ ২০২১ রবিবারের সাধারণ উৎসব অনুষ্ঠিত হবেনা। এবং ওইদিনও বেলুড় মঠ বন্ধ থাকবে।