পশ্চিম মেদিনীপুর , ৭ মার্চ:- কেশপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিউলি সাহার নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার পর্ব। পাশাপাশি দলীয় বিভিন্ন সংগঠনগুলিকে মজবুত করতে একের পর এক বৈঠক ও আলোচনা করছে তৃণমূল নেতৃত্ব। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ক্ষুদিরাম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেশপুরের প্রার্থী শিউলি শাহা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, সমাপ্তি ঘোষ সহ একাধিক তৃণমূল নেতাকর্মীরা।
এই দিন এই আলোচনা সভায় আগামী দিনে ভোট প্রচারের ক্ষেত্রে রণকৌশল নিয়ে এদিন পর্যালোচনা হয়, পাশাপাশি প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী শিউলি শাহা বলেন কেশপুরের মাটি তৃণমূলের ছিল তৃণমূলের থাকবে, এখানে কোনো অশুভ শক্তির জায়গা দেয়া হবে না। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ কর্মসূচি নিয়ে শুরু হবে ভোটযুদ্ধ হঠাৎ প্রচারকার্য, তবে এই নির্বাচনে জেতার ক্ষেত্রে আশাবাদী তিনি। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন ২০১৬ সালে এক লাখ ভোটে জিতে ছিলাম এবার ১লাখ এক ভোটে জিতব, এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী শিউলি সাহা।