এই মুহূর্তে কলকাতা

রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না।

কলকাতা , ৪ মার্চ:- রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এ ব্যাপারে কোন নির্দেশ না থাকায় বহু জেলাতেই চুক্তির ভিত্তিতে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের ইতিমধ্যেই ভোটের কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। ওই সব কর্মীদের ভোটের কাজ থেকে সরিয়ে দেয়া হলে ভোট কর্মী সংখ্যায় ঘাটতি হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে না ব্যবহার করার জন্য বিজেপিসহ বিরোধীরা বহুদিন ধরেই নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছে।