এই মুহূর্তে জেলা

হুগলিতে আদি নব্যের দ্বন্ধে জেরবার বিজেপি।

হুগলি , ৪ মার্চ:- আদি নব্যের দ্বন্ধে জেরবার বিজেপি। কে পাবে, কে পাবেনা তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে প্রার্থী পদ পাওয়ার দৌড়ে এগিয়ে যাওয়ার অভিনব কায়দা বিজেপি নেতার। চুঁচুড়া চন্দননগরের পর এবার পাণ্ডুয়ায়। এখানে অবশ্য শুধু পোস্টারে থেমে থাকেনি, বিজেপি নেতার সমর্থনে এবার বড় বড় ফ্লেক্স ছেপে ভরে দেওয়া হয়েছে গোটা এলাকা। বিজেপির প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। তার আগেই, তার আগেই বিজেপির প্রার্থীর ফ্লেক্সে ছেয়ে গেলো পান্ডুয়ার বিভিন্ন এলাকায। এবার ফেক্সে নাম বৈঁচির বিজেপির মন্ডল সভাপতি হীরালাল চক্রবর্তীর। তাঁরই সমর্থনে পাণ্ডুয়া বিধানসভার অন্তর্গত বৈঁচি এবং জামনা এলাকায় ঝোলানো হলো ফ্লেক্স। ফ্লেক্সে শুধু ভোট দেওয়ার আবেদন নয়, লেখা হয় “যখনই ডাকি তখনই পাই হীরালাল চক্রবর্তী তোমাকেই চাই”। আর এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সম্প্রতি রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহর সমর্থনে পোস্টার পরে। প্রথমে পোস্টার পরে চন্দননগর স্টেশন চত্ত্বরে। তার কয়েকদিন পরেই আবার ঘটনার পুনরাবৃত্তি হয়। দীপাঞ্জন বাবুর সমর্থনে আবার পোস্টার পরে চুঁচুড়ায় জেলা বিজেপি কার্যালয় এবং চকবাজার এলাকার আরএসএস ভবন চত্ত্ব সহ শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে। তবে ওই পোস্টার প্রসঙ্গে অবশ্য দীপাঞ্জন গুহ পরিষ্কার জানিয়ে দেন এই কাজ তাঁর নয়। প্রার্থী তালিকা স্থির করে বিজেপি শীর্ষ নেতৃত্ত্ব। তাঁরা যা সিদ্ধান্ত নেবে সেটাই সকলে মেনে নেবেন। তবে পাণ্ডুয়ার বিষয়টা ভিন্ন। এখানে ফ্লেক্স ঝোলানোর বিষয়টিতে অন্যায় কিছুই দেখছেননা হীরালাল বাবু। বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি বলেন, পাণ্ডুয়া কেন্দ্র থেকে তিনিই প্রার্থী হচ্ছেন। এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য অনেক আগেই বিজেপি শীর্ষ নেতৃত্ত্বের কাছে আবেদন জানিয়ে ছিলেন তিনি। তাই হয়তো তাঁর কোনও অনুগামী এই ফ্লেক্স লাগিয়ে ফেলেছে।

বিজেপি দলীয় সূত্রে জানা গেছে পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী পদের দাবিদার একাধিক। ইতিমধ্যেই একাধিক আবেদনপত্র জমা পড়েছে রাজ্য বিজেপি দপ্তরে। কোনও দাবিদার আবার দলীয় নেতাদের হাত ধরে শীর্ষ নেতৃত্ত্বের দ্বারস্থ হয়েছেন। গামী কয়েকদিনের মধ্যেই প্রাথী তালিকা প্রকাশ পাবে, তার পরেই জানা যাবে কে প্রার্থী হলেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, লাগাতার ওদের এই কর্মকান্ডে পরিষ্কার ওই দলে শৃঙ্খলা বা গণতন্ত্র কোনোটাই নেই। প্রার্থী তালিকা ঘোষণার আগে সম্প্রতি খোদ রাজ্য সম্পাদকের নামে প্রার্থী পদের পোস্টার পড়ছে। একাধিকবার ওই নেতার নামে ভিন্ন বিধানসভায় পোস্টার পড়েছে। এবার বিজেপি মন্ডল সভাপতির সমর্থনে পোস্টার পড়লো পান্ডুয়ায়। এই ঘটনায় জলের মতো পরিষ্কার নব্যের দাপটে আদিরা দলে কোনঠাঁসা হয়ে পড়েছেন। তার উপর যদি প্রার্থী পদ নব্যদের হাতে চলে গেলে দলে অস্তিত্ত্ব টিকিয়ে রাখাই হয়তো দায় হয়ে উঠবে। তাই অনিশ্চয়তা থেকে এই সমস্ত কাজ করছেন।