কোচবিহার , ৪ মার্চ:- ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান দুই শক্তিশালী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাশাপাশি তৃতীয় শক্তি বাম কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জোটও ময়দানে গা ঘামাতে নেমে পড়েছেন। যে যার মত করে প্রচার করছেন এলাকায় এলাকায়। পাশাপাশি চলছে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজও। কোচবিহারে বাম- কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট গতকালই তাঁদের আসন চূড়ান্ত করে ফেলেছেন। প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত হওয়ার পথে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই জেলায় ৪ টি আসনে ফরোয়ার্ড ব্লক, ৩ টি আসনে সিপিআইএম ও ২ আসনে কংগ্রেস প্রার্থী দিতে চলেছে।
যদিও কংগ্রেসের পক্ষ থেকে আরও দুটি আসন দাবি করা হয়েছে। বৈঠকের সিধান্ত অনুযায়ী নিজেদের দলের রাজ্য নেতৃত্বের কাছে সেই দাবি তুলেও ধরা হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে ৪, ৩ ও ২ এই আসন রফায় চূড়ান্ত হতে যাচ্ছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আসন রফার পরে কাকে কোথায় প্রার্থী করা হতে পারে, তা নিয়েও বৈঠক করে ফেলেছেন ওই জোটের দল গুলো। জানা গিয়েছে, ফরোয়ার্ড ব্লকের বৈঠকে সিধান্ত হয়েছে তাঁদের চার কেন্দ্র দিনহাটায় আব্দুর রউফ, কোচবিহার উত্তর কেন্দ্রে নগেন্দ্রনাথ রায়, কোচবিহার দক্ষিণ কেন্দ্রে অক্ষয় ঠাকুর ও মেখলিগঞ্জে গোবিন্দ রায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সিপিআইএম ও কংগ্রেসের প্রার্থী বিষয়ে এখনও কিছু জানা সম্ভব হয় নি। তবে জানা গিয়েছে ৮ মার্চের মধ্যে জোটের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে।