এই মুহূর্তে জেলা

দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি ভীম।

হুগলি , ৪ মার্চ:- দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি। সম্প্রতি লটারির টিকিট কেটে ছিলেন হুগলী দাদপুরের হারিট পঞ্চায়েতের আদনা গ্রামের বাসিন্দা ভীম ভুমিজ। পেশায় দিন মজুর ভীম কাজের চাপে লটারির টিকিটের কথা প্রায় ভুলেই গেছিলেন। এদিন সকালে তিনি জানতে পারেন সেই টিকিটেই ১কোটি টাকার পুরস্কার পেয়েছেন। প্রথমে বিশ্বাস করে উঠতে না পারলেও পরে খোঁজ নিয়ে দেখেন খবর সত্যি। নিশ্চিত হওয়ার পরেই তিনি স্থানীয় সুভাষ ঘরা কে বিষয়টি জানান। এরপরই দাদপুর থানায় ফোন করে লটারি পাওয়ার বিষয়টি জানান ভীম। দিনমজুরি করে আয় খুবই কম, নিজস্ব জমি জায়গা বলতে কিছুই নেই। ভাঙ্গা চোরা মাটির বাড়িতে কোনও রকমে দিন যাপন করেন তিনি। ভীম বাবুর পরিবার বলতে দুই নাতি এবং এক মেয়ে। তাঁর ওই সামান্য রোজগারে কোনোরকমে চার জনের সংসার।

নুন আনতে পান্তা ফুরানো সেই ভীম বাবুই রাতারাতি হলেন কোটি টাকার মালিক। এ খবর এলাকায় চাউর হতেই ভীম বাবুর ভাঙ্গা চোরা মাটির বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকার বাসিন্দারা। লটারি পেয়ে বেজায় খুশি ভীম বাবু বলেন, ভাবতেই পারছেন না, একেবারে প্রথম পুইরস্কার পেয়েছেন। এবারে তাঁর ইচ্ছে পূরণ হবে। লটারী টিকিট তিনি নিয়মিত কাটতেন না। তবে মাঝে মধ্যে ইচ্ছে হলে কাটতেন। সারা জীবন ধরে শুধুই কষ্ট করে গেছেন। অনেক চেষ্টা করেও একটা পাকা বাড়ি করতে পারেননি। এই টাকা দিয়ে প্রথমে একটা জমি কিনে বাড়ি করতে চান তিনি। একইসঙ্গে স্থানীয় মন্দির সংস্কারের জন্যে কিছু টাকা দানও করতে চান। ভীম বাবুর প্রতিবেশী সুভাষ ঘরা বলেন, প্রচন্ড কষ্ট করে দিন কাটাতেন ভীম। খুবই সৎ মানুষ, তাই একটানা কষ্ট করে গেছেন। এবার তার আর্থিক কষ্ট দূর হবে।