এই মুহূর্তে জেলা

গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১।

হুগলি , ৪ মার্চ:- গোঘাটে চারটি তাজা বোমাসহ গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা গেছে গোঘাট দু’নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের ভাতসালা থেকে সুন্দরপুর যাওয়ার পথে রাত্রি প্রায় ১১ টার সময় টহলরত পুলিশের সন্দেহ হওয়া এক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই ব্যক্তির কাছ থেকে একটি লাইলনের ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি তাজা বোমা পুলিশ আটক করে ওই ব্যক্তিকে আটকওই ব্যক্তির নাম সাহাজ উদ্দিন খান (গুম্ট) ওই ব্যক্তিকে আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠায় গোঘাট থানার পুলিশ।