এই মুহূর্তে জেলা

দিদির দূত কর্মসূচিতে হাওড়ায় পদযাত্রা তৃণমূলের।

হাওড়া , ২৮ ফেব্রুয়ারি:- প্রার্থী তালিকা ঘোষণা না হলেও জোরকদমে শুরু হয়েছে প্রচার। রবিবার বাম কংগ্রেসের ব্রিগেড সমাবেশের পাশাপাশি এদিন হাওড়া সদরে বিজেপির পরিবর্তন যাত্রা এবং তৃণমূলের দিদির দূত কর্মসূচি পালিত হয়। রবিবার সকালে হাওড়ায় শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত র‍্যালি করে তৃণমূল। দিদির দূত প্রচার গাড়িতে সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, দিদির দূত হিসেবে আমরা জেলায় জেলায় মানুষের কাছে পৌঁছোচ্ছি। সারা বাংলায় ১০ বছরে প্রভূত উন্নয়ন হয়েছে।

জন্ম থেকে মৃত্যু এই সময়ের মধ্যে একাধিক প্রকল্প রয়েছে মানুষের জন্য। এমন উন্নয়নমূলক কাজ দেশের কোনও মুখ্যমন্ত্রী ভাবেননি। এমনকি প্রধানমন্ত্রীকেও মমতা ব্যানার্জির প্রকল্প অনুসরণ করতে হচ্ছে। বাংলার মানুষ শান্তি চায়, ঐক্য চায়, গণতান্ত্রিক অধিকার চায়, ভালোভাবে বাঁচতে চায়। দেশে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে। জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে। এর বিরুদ্ধে মানুষ পদক্ষেপ নেবে। বিজেপিকে ধুয়ে মুছে দেবে মানুষ। এই নির্বাচনে বাংলার মাটি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি।