এই মুহূর্তে কলকাতা

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু বামেদের।

কলকাতা , ২৮ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম রবিবার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান জমে উঠতে শুরু করেছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে বামফ্রন্ট, কংগ্রেস ও তাদের জোটসঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-আই.এস.এফ। ব্রিগেডে বাম-কংগ্রেস জোটের প্রথম সমাবেশে যোগ দিতে সকাল থেকেই অসংখ্য মানুষ কলকাতামুখী। জেলাগুলি থেকে ট্রেন, বাস, টেম্পোয় করে দলে দলে লোক এসেছেন। শিয়ালদা, টালিগঞ্জ, পার্ক সার্কাস, শ্যামবাজার-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোতে দেখা গেছে। সমাবেশে বক্তাদের তালিকায় রয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি,

ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বাম নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, ছত্তিশগঢ়ের মু্খ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, আই.এস.এফ-এর আব্বাস সিদ্দিকী প্রমুখ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক বিবৃতিতে বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে এরকম একটা বৃহৎ সমাবেশে উপস্থিত থাকতে না পারা, তাঁর কাছে মানসিক যন্ত্রণার। এদিকে, বিজেপির প্রচারাভিযানে আজ সামিল হতে চলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাওড়ায় আজ দলের পরিবর্তন যাত্রায় অংশ নেবেন তিনি। জগতবল্লভপুর, সাঁকরাইল এবং হাওড়া দক্ষিণে তিনটি সভায় তাঁর ভাষণ দেবারও কথা রয়েছে। পাশাপাশি জেলাগুলিতেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রচারে অংশ নিয়েছেন।