সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুটিতে বসে নবান্নে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর দেখানো পথেই শুক্রবার জেলার বিভিন্ন প্রান্তে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হল শাসক দলের নেতা কর্মীরা। এ দিন সকালে কোন্নগরের নিজের বাড়ি থেকে প্রতিকী রিক্স চালিয়ে পুরসভায় আসেন বিদায়ী পুরপ্রধান তথা পুরপ্রশাসক বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায়। মাথায় গামছা বেঁধে বুকে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির পোস্টার ঝুলিয়ে জিটি রোডের রাস্তা ধরে আসার সময় দলীয় কর্মীরা জরো হয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকে। পুরসভার গেটে রিক্স থামলে সেখানে দলীয় নেতা কর্মীরা জরো হুন।
তৃণমূলের কর্মী সমর্থকেরা ক্ষোভের সুরে ব্লতে থাকেন করোনার কারনে এক বছর আমাদের আয় উপার্জন থমকে গিয়েছে। এখন প্রতিদিন রান্নার গযাসের দাম বাড়ছে। আমরা গরীব মানুষ গ্যাস কেনার টাকা জোগারে হিমশিম খাচ্ছি। রান্নার কেরোসিন তেলের দাম ও বেড়ে চলেছে।এই অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় নেই। পুরপ্রশাসক তথা স্থানীয় তৃণমূল নেতা বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় বলেন, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যারা অবসরকালীন টাকায় সংসার চালান ব্যঙ্কে সুদের হার কমে যাওয়ায় তাদের আয় তলানীতে। এই অবস্থায় চড়া দামে গ্যাস কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সেই কারণেই রিক্স চালিয়ে অভিনব প্রতিবাদ করেছি।