পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি:- করোনার জেরে লকডাউনে প্রায় এক বছর পর দক্ষিন পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরি শাখায় লোকাল ট্রেন ফের চালু হল। শুক্রবার থেকে জলেশ্বর থেকে ছাড়ল জলেশ্বর-হাওড়া মেমু লোকাল। রেল দফতর পুরনো সময়েই ট্রেনটি চালাচ্ছে। এদিন বেলদা স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়। চাললকে অভিনন্দন জানান বেলদার মানুষ। বেলদার মানুষ দাবি জানিয়ে এসেছিল দ্রুত লোকাল ট্রেন চালু করার। সেই দাবি মেনে রেল ট্রেন চালু করায় রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন বেলদাবাসী। এদিন ট্রেনটিকে স্বাগত জানাতে একাধিক সংগঠন বেলদা স্টেশনে উপস্থিত ছিলেন। চালকের হাতে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রসঙ্গত বেলদা রেল স্টেশন থেকে পূর্ব মেদিনীপুরের এগরা, কেশিয়াড়ি, নয়াগ্রাম সহ বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াত। যোগাযোগ করতে পারেন কলকাতা ও হাওড়ার সাথে। যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়ছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা।
আন্দোলনকারীদের দাবি, বেলদা-হাওড়া লোকাল দ্রুত চালাতে হবে।