কলকাতা , ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই যাতে সমস্ত মানুষ করোনার টিকা পান সে জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আজ তাকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোটদান কে কেন্দ্র করে যাতে কোনোভাবেই রাজ্যে করোনা সংক্রমণ আবার মাথাচাড়া দিয়ে ওঠে তা দেখতে সকলকে টিকাকরণ এর আওতায় আনার দাবি জানিয়েছেন মমতা। রাজ্য সরকার যাতে বাজার থেকে সে জন্য প্রয়োজনীয় প্রতিষেধক সংগ্রহ করতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপের’ অনুরোধ জানিয়েছেন মমতা।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন ভোট কর্মীদের সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই টিকাকরণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু যেসব সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তাদের সুরক্ষার ব্যবস্থা করাটাও রাজ্য সরকারের কাছে মাথা ব্যথার কারণ। সে কারণে সরকার চায় দ্রুত সার্বিক টিকাকরণের ব্যবস্থা।কিন্তু নির্দিষ্ট সংস্থার টিকা কে ছাড়পত্র দেওয়া এবং তা সংগ্রহ করে রাজ্যে পাঠানোর বিষয়টা নিজের হাতে কুক্ষিগত করে রেখেছে কেন্দ্র। তাই রাজ্য সরকার যাতে নির্ধারিত সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রতিষেধক কিনে দ্রুত সাধারণ মানুষকে তা দিতে পারে তা দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি।