এই মুহূর্তে জেলা

কাটমানিই হাতিয়ার , মূল্যবৃদ্ধি থেকে কৃষকদের জন্য বাক্যহীন মোদী !

সুদীপ দাস , ২২ ফেব্রুয়ারি:- বর্তমান রাজ্যে কাট-কালচার চলছে বলে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ হুগলীর সাহাগঞ্জ ডানলপ কারাখানার মাঠে প্রকাশ্য জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল ৩টে ৫২নাগাদ ডানলপ মাঠে বিজেপির মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বিজেপির রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলত্যাগী বিজেপি সদস্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রায় সমস্ত স্তরের বিজেপি নেতৃত্বরা। বিকেল ৪টে ৫-এ মঞ্চে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। হুগলিতে বন্দেমাতরমের স্রষ্ঠা বঙ্কিমচন্দ্রের বাড়ি আজও অবহেলিত বলে তিনি বক্তব্যের শুরুতেই জানান। পাশাপাশি তিনি বলেন বাংলায় কাট-কালচার চলছে। এখানে বাড়ি ভাড়া নিতে গেলেও কাটমানি দিতে হয়। তাই বাংলায় বিজেপি আসল পরিবর্তন আনতে চায় বলে তিনি বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য পশ্চিমবঙ্গের সব মানুষ এখনও পানীয় জল পায় না।

অথচ কেন্দ্রীয় সরকার বাড়ি-বাড়ি পানীয় জলের জন্য রাজ্যকে ১৭০০ কোটি টাকা দিয়েছে। কিন্তু রাজ্য মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে। বাকি টাকা কোথায় গেলো বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি একদা হুগলি জেলার শিল্পাঞ্চলের কথাও উঠে আসে মোদির কন্ঠে। তবে এদিন প্রধানমন্ত্রীর ভাষনে সেভাবে কোন চমক ছিলো না। তিনি বন্ধ ডানলপ কারখানা নিয়ে একটি বাক্যও খরচ করেননি। পাশাপাশি সাধারন মানুষের জন্য রান্নার গ্যাস কিংবা পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে কোন কথাই শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। জেলার কৃষকদের কথা একবার শোনা গেলেও শোনা যায়নি দিল্লীর সীমানায় আন্দোলনরত কৃষকদের কথাও। এদিন সভার জন্য সকাল থেকেই মাঠে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকরা। মাঠ ভরলেও এদিন প্রধানমন্ত্রীর আধঘন্টার ভাষনে তাঁদের মন ভরলো কি না সেবিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির। এখন দেখার আগামি ২৪তারিখ এই মাঠেই প্রধানমন্ত্রীকে কি জবাব দেন মুখ্যমন্ত্রী।