এই মুহূর্তে জেলা

বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। মোদী – শাহকে কটাক্ষ দোলা সেনের।

হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। এরা করোনার থেকেও মহাবিপদ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব এদের হাত ধরে বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা আইএনটিটিইউসির শ্রমিক সম্মেলনে এসে এভাবেই মোদী – অমিত শাহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। তিনি বলেন, একশ টাকা ছুঁয়েছে পেট্রল। ডিজেলের দরও আকাশছোঁয়া। গ্যাসের দাম ৮০০টাকা ছুঁয়েছে। সারা ভারতবর্ষের কী অবস্থা।

অথচ ওরা নির্লজ্জ। দু’কান কাটা। বলেছিল সব কালো টাকা বিদেশ থেকে ফেরাবে। ১৫ লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে। ১৫ লক্ষ টাকা তো দূর অস্ত, ১৫ পয়সাও ওরা দেয়নি। স্বাধীনতার পর এতো বেকারত্ব সারা দেশে কখনো হয়নি। এদিন শ্রমিক সম্মেলনের মঞ্চে তৃণমূল কংগ্রেসের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, কয়েকজন গদ্দার আর বিশ্বাসঘাতক দল থেকে চলে গেছে। আমরা হাওড়ায় ১৬-০তে জিতে বিরোধীদের মোক্ষম জবাব দিতে চাই। এদিন দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়, আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য, তৃণমূল নেতা বিভাস হাজরা, সৃষ্টিধর ঘোষ উপস্থিত ছিলেন।