এই মুহূর্তে জেলা

স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুললেও , বাগ দেবীর আরাধনা অনান্য বছরের তুলনায় এবছর অনেকটা ফিকে।

হুগলি , ১৩ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য বিধি রাজনৈতিক যখন তর্জা তুঙ্গে বাগ দেবীর আরাধনা অনান্য বছরের তুলনায় এবছর অনেকটা ফিকে। সামান্য খন্ড চিত্র উঠে এলো কুমোর পাড়ায় মৃত শিল্পীদের মুখ থেকে। করোনা আবহে বাংলার বারো মাসে তেরো পার্বনে পরে ছিল ভাটা এমন কি বাংলার সেরা উৎসব দূর্গা উৎসব হয়েছে নমঃ নমঃ। একাধিক বারোয়ারী কমিটি ঘট পূজো বা নিয়ম রক্ষার তাগিতে প্রতিমার আকার ছোট করে দিয়েছে। কালি, দূর্গা, কার্তিক পূজো সবই হয়েছে ছোট। মৃত শিল্পীদের পেট চালানো হয়েছে দায়। সরস্বতী পূজোর তার ব্যাতিক্রম ঘটেনি। করোনা পরিস্থিতি শিথিল হতে সহায় সম্বল বিক্রি করে মৃত শিল্পীরা গড়েছেন প্রতিমা। অনিশ্চতা দুলা-চলে কুমোর পাড়া। কারন পূজোর কয়েক দিন বাকি থাকলেও এখনো তেমন ভাবে প্রতিমা চাহিদা অর্ডার কোনটায় সেই ভাবে যোটেনি। তাই ভাগ্যের উপর ছেড়েছেন শিল্পীরা। এক বুক আঁশা নিয়ে এখনো গড়ছে প্রতিমা।