কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য সাথী প্রকল্পে সব বেসরকারি হাসপাতালকে সামিল করতে রাজ্য সরকার ওই বিমা প্রকল্পে চিকিত্সা খরচ বৃদ্ধি করছে। নবান্নে আজ রাজ্যের বিভিন্ন বেসরকারি ও কর্পোরেট হাসলপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ সকিছু বেসরকারি হাসপাতাল বিমা প্রকল্পে সরকার নির্ধারিত চিকিত্সা খরচ বাড়ানোর আবেদন জানিয়েছিল। তাদের আবেদন বিবেচনা করে বেশ কিছু ক্ষেত্রে চিকিত্সার রেট বাড়ানো হচ্ছে। ওই সব হাসপাতালে সাধারণ চিকিত্সা, বিভিন্ন রকম অস্ত্রপচার সহ পাঁচটি ক্ষেত্রের ৩৩টি জনপ্রিয় প্যাকেজর
খরচ ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হয়েছে বলে তিনি জানান। মুখ্যসচিব জানিয়েছেন, এতদিন ওই প্রকল্পে বাত্সরিক ব্যায়ের পরিমাণ ছিল ৩ হাজার কোটি টাকা। তা ২০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। বর্ধিত এই প্যাকেজে যাতে সবাইকে স্বাস্হ্য সাথী প্রকল্পের আওতায় আনা হয় এবং রোগী প্রত্যাখ্যান না করা হয় সরকার সেদিকে কড়া নজর রাখবে। সুবিধা পেতে পারে তাই লক্ষ রাখা হয়েছে। তিনি আরও জানা এখনও পর্যন্ত রাজ্যে ২ কোটির বেশি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। সরকারি বেসরাকারি মিলিয়ে দু হাজারের বেশি হাসপাতাল ওই প্রকল্পে সামিল হয়েছে।