কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা গুরমিত সিং জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করতে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে হলদিয়ায় একটি এলপিজি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়াও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে লুব্রিকেন্ট বেস অয়েল উৎপাদনের জন্য হলদিয়া পেট্রোকেমিক্যালে ১ হাজার ১৯ কোটি টাকা ব্যয়ে যে কারখানা গড়ে তোলা হবে, তার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।
অন্যদিকে সড়ক পরিবহন মন্ত্রকের অধীনে ১৯০কোটি টাকা ব্যয়ে একটি ৪লেনের রাস্তার প্রকল্প বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী উর্যা গঙ্গা যোজনার আওতায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করতে ২৪০০ কোটি টাকা ব্যয়ে ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাংবাদিক বৈঠকে ভারত পেট্রোলিয়াম নিগম লিমিটেডের অধিকর্তা অরুণ কুমার সিং, GAIL-এর অধিকর্তা ই এস রঙ্গনাথন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের চিফ জেনারেল ম্যানেজার আর পি সিং প্রমুখ উপস্থিত ছিলেন।