এই মুহূর্তে কলকাতা

শিলিগুড়ি মহকুমার আমবাড়ি থেকে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা

কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের আমবাড়িতে অভিযান চালায় বনদপ্তরের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় চোরাই কাঠ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর কাঠ সহ পিকঅ্যাপ ভ্যানটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হাওয়া কাঠগুলো ওদলাবাড়ি থেকে ঠাকুরগঞ্জ হয়ে কিশানগঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার বেশি। এই বিষয়ে ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন যে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই পাচার চক্রের সঙ্গে জড়িতদের পাকড়াও করা হবে।