এই মুহূর্তে কলকাতা

রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময়সীমা বাড়িয়ে ৩ বছর করা হচ্ছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হচ্ছে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ রেশন ডিলার সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। এখন প্রতি বছর রেশন দোকানের লাইসেন্স পুনর্নবীকরণ করতে হয়। ডিলারদের সুবিধার্থে তা এবার থেকে প্রতি তিনবছর অন্তর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছন। পাশাপাশি নতুন করে রেশন ডিলারশিপের আবেদন করার ক্ষেত্রে কার্যনির্বাহী মুলধনের পরিমান ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করার কথাও তিনি জানিয়েছেন। রেশন ডিলাররা কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা সাহায্যও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন রেশন ডিলাররারও করোনা য়োদ্ধার ভূমিকায় লড়াই করেছেন।

লকডাউনের সময় সাধারণ মানুষকে খাবার পৌঁছে দিতে তাঁরা যে ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী সেজন্য রেশন ডিলারদের ধন্যবাদ জানান। একই সঙ্গে রেশন ব্যবস্থায় গোলমাল নিয়েও তিনি ডিলারদের সতর্ক করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, অনেক সময়েই ভুতুড়ে রেশন প্রাপকদের জন্য খাদ্য শস্য বরাদ্দ, রেশনের চাল-গম খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠছে। তা কাম্য নয়। সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারকেও তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার অন্ধ্র্প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ চাল কিনলেও এরাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। রেশন পরিষেবা নিয়ে বিরোধীদের দূর্নীতির অভিযোগও তিনি উড়িয়ে দেন। দুএকটা ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।