এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।

হুগলি , ২৯ জানুয়ারি:- বিধানসভা ভোটের আগে কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে মিটিং করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। বিধানসভা ভোটের আগে যেভাবে রাজ্যে দল বদলের খেলা চলছে তাতে ভোটের আগে ঘর গোছাতেই এই মিটিং বলে মনে করছেন রাজনৈতিক মহল।কিন্তু আজকে কালীঘাটের সেই মিটিংয়ে যাচ্ছেনা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। এদিন তিনি ফোনে জানিয়ে দেন সেই কথা।বিধায়ক সরাসরি জানিয়ে দেন তিনি বিধায়কদের মিটিংয়ে জাচ্ছেননা।

এদিন তিনি কোন্নগর থেকে অন্যত্র কোথাও কাজে বেরিয়ে যান।বেশকিছুদিন ধরেই দলের কাজ কর্মের বিরুদ্ধে ও একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সাংবাদিক বৈঠক করে ছেড়ে দিয়েছিলেন তৃণমূলের কোর কমিটি ও দলের মুখপাত্রের পদ। তারপর গতকাল গেরুয়া রঙের ব্যানারে কোন্নগরের বিভিন্ন জায়গায় পড়েছিল বিধায়কের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার। আবার রিষড়ায় শুভেন্দু বলেছিলেন ৩০ ও ৩১ তারিখ হাওড়া ও হুগলিতে তৃণমূলে কেউ থাকবে না। এতেই দুয়ে দুয়ে চার মনে করে রাজনৈতিক মহল মনে করছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের বিজেপি দলে যোগদান শুধু সময়ের অপেক্ষা। পরশু হাওড়ায় সভা করবেন অমিত শাহ এখন সেই সভার দিকেই নজর রাজনৈতিক মহলে।