এই মুহূর্তে জেলা

বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে গদ্দার হাটাও স্লোগান তৃণমূলের।

হুগলি , ২৬ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই তাল কাটে তৃণমূলের নেতা কর্মীদের। বিধায়ক প্রবীর ঘোষালের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল দলের নেতা কর্মীরা। ওঠে গদ্দার হাটাও স্লোগান। এদিন বিক্ষোভকারী তৃণমূলের নেতা কর্মীরা বলেন যদি ক্ষমতা থাকে তাহলে বিধায়ক পদ ছেড়ে দিয়ে দেখাক। দল থেকে যত এসব পচা লোক বেরিয়ে যাবে তত ভালো বলে মন্তব্য করেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল কর্মীরা বলেন এতদিন দলের সব সুযোগ ভোগ করে এখন দলের বিরুদ্ধে বলছে যেসব নেতা তারা গদ্দার।এসব গদ্দার যত তাড়াতাড়ি দল থেকে বেরোবে দলের ততই মঙ্গল। পাশাপাশি প্রবীর ঘোষাল এই ঘটনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন করা বিক্ষোভ দেখিয়েছে কতজন দেখিয়েছে আমি জানি না। আমার সঙ্গে উত্তরপাড়ার মানুষ আছে। বিক্ষোভের যারা নেতৃত্ব দিয়েছে তাদের এলাকার লোক চেনে না। দলের শো- কোজ প্রসঙ্গে তিনি এখনও কোনো চিঠি পান নি , পেলে তার উত্তর দেবেন। আগামীদিন যা হবে সেটা মানুষই ঠিক করবে।