এই মুহূর্তে কলকাতা

প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা।

কলকাতা , ২৫ জানুয়ারী:- প্রজাতন্ত্র দিবসে শহর-সহ সমগ্র রাজ্যজুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। শহরের যে গুরুত্বপূর্ণ ভবনগুলি যথা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ফোর্ট উইলিয়াম, সেগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।এবার রেড রোডের কুচকাওয়াজ হবে দর্শকশূন্য শুধু নিমন্ত্রিতরাই থাকবেন। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করবে কলকাতার পুলিশ, উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ অফিসারেরা। রেড রোডে মোতায়েন থাকবে কযেক শো পুলিশ কর্মী, কমব্যাট ফোর্স, মোর্চা ফোর্স। প্রতিটি মেট্রো স্টেশনে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। থাকছে 4 টি বাঙ্কার, থাকছে না কোন ওয়াচটাওয়ার। থাকছে কলকাতা পুলশের স্নিফার ডগও। পাশাপাশি গঙ্গার ঘাটেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন বহুতলের উপর থেকেও চলবে নজরদারি। ২৬ তারিখ সকাল থেকে শহরের রাস্তায় থাকবেন ডিসি, জয়েন্ট সিপি পদ মর্যাদার অফিসাররা। সকাল দশটায় অনুষ্ঠান শুরু হবে এবং সাড়ে দশটায় রাজ্যপাল পতাকা উত্তোলন করবেন।