হুগলি , ২৫ জানুয়ারী:- এবার কি তাহলে পদ্ম শিবিরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল?এই প্রশ্নই আজ সব থেকে চর্চিত হুগলি জেলার রাজনীতিতে। আজ পুরশুরায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় থাকছেন না উত্তরপাড়ার অভিমানী বিধায়ক প্রবীর ঘোষাল। বেশকিছুদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বেসুরো ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সভায় অনুপস্থিতি একপ্রকার বুঝিয়েই দিচ্ছে তৃণমূল দলের সাথে বিধায়কের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে।
সূত্রের খবর বেশকিছুদিন ধরে দলীয় কর্মসূচিতে ডাক পাচ্ছিলেন না বিধায়ক। অরাজনৈতিক সভায় প্রবীর ঘোষালকে দেখা গেলেও থাকছিলেন না দলীয় কর্মসূচিতে। পুরশুরায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি কর্মসূচিতেও উত্তরপাড়ার বিধায়ক ছিল ব্রাত্য। এরপরে আবার কোন্নগরের নৈটি রোড নিয়ে অরাজনৈতিক সভায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আর আজ সরাসরি মুখ্যমন্ত্রীর সভায় অনুপস্থিত থেকে বিধায়ক তৃণমূল দলকে একপ্রকার বার্তা দিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অবশ্য বিধায়ক প্রবীর ঘোষাল এই বিষয়ে সরাসরি কিছু না বলে জানিয়েছেন আগামীকাল কোন্নগরে বিধায়কের দলীয় অফিসে সাংবাদিকদের সামনে যা বলার বলে দেবেন।