এই মুহূর্তে জেলা

মন্ত্রীত্ব ছেড়ে রাজীবের কান্না নাটক ছাড়া কিছু নয় , ডোমজুড়ে লক্ষাধিক ভোটে হারবেন রাজীব – অরূপ রায়।


হাওড়া , ২২ জানুয়ারি:- মন্ত্রীত্ব ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কান্না আসলে নাটক ছাড়া কিছু নয়। অন্য দলের হয়ে ডোমজুড়ে রাজীববাবু প্রার্থী হলে লক্ষাধিক ভোটে হারবেন। হাওড়ায় প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় কোনও মানে হয়না। এটা অর্থহীন। আর কয়েকদিন পর কেউ মন্ত্রী থাকবেন না। নির্বাচন ঘোষণা হয়ে যাবে। সুতরাং, এই সময়ে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়াটা এটা সংবাদের শিরোনামে থাকার একটা অপচেষ্টা মাত্র। এদিন অরূপবাবু কে প্রশ্ন করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে যেভাবে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সেই প্রসঙ্গে। অরূপ রায় বলেন, “ওটা নাটক ছাড়া কিছু নয়। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়াতে হাওড়ায় দলের কোনও ক্ষতি হবে না। তৃণমূল কংগ্রেস হাওড়ায় একটি মহাসমুদ্র।

লক্ষ লক্ষ কর্মী এককাট্টা হয়ে রয়েছেন। সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের জল যেমন কমে যায়না, সেরকম তৃণমূল কংগ্রেস থেকে এক আধটা কেউ চলে গেলে দলের কিচ্ছু হয়না।” তিনি বলেন,”কবে দলটা উনি করলেন? ১৯৯৮ সালে যখন দলে পতাকা ধরার কোনও লোক ছিল না তখন রাজীব বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন ? সুতরাং এসব কথা বলে কোন লাভ নেই। আর কান্না ? এসব নাটক। যারা বুথে বুথে কাজ করেন সেই সব কর্মীরা কি কেউ দল ছেড়ে গেছেন ? যারা সারা বছর কাজ করেন তারা কি কেউ গেছেন ? যারা গেছেন তারা ধান্দাবাজ। কর্মীরা যায়নি। যারা দলের সম্পদ তারা যায়নি। সুতরাং এতে দলের কোনও ক্ষতি হবেনা। কর্মীরা এককাট্টা রয়েছেন। আর উনি যদি অন্য দলের হয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন তাহলে লক্ষ লক্ষ ভোটে হেরে যাবেন।”