এই মুহূর্তে জেলা

তৃণমূল দলে একটাই পোস্ট , বাদবাকি সব ল্যাম্প পোস্ট – অর্জুন সিং।


ব্যারাকপুর , ২১ জানুয়ারি:- তৃণমূল দলে মমতা বন্দোপাধ্যায় একটাই পোস্ট। বাদবাকি সব ল্যাম্প পোস্ট। বৃহস্পতিবার সকালে নৈহাটি মন্ডল ৩ এর উদ্যোগে হালিশহর বাজারে “চায়ে পে চর্চা” অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমটাই মন্তব্য করলেন,ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বাংলায় বাস করছি এটা আমাদের দুর্ভাগ্য। এখানে চাল চুরি, কয়লা চুরি, গরু পাচার করে বাংলার গর্ব একজনই হতে পারে। তার নাম মমতা বন্দোপাধ্যায়। উনাকে তার দলের লোকেরা বাংলার গর্ব বলতে পারেন। কেন না তারা জানেন, মমতা একটাই পোস্ট। বাদবাকি সব ল্যাম্প পোস্ট। এদিন তিনি আরও বলেন, ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায় হারবেন। উনাকে ভাটপাড়ায় পার্থী হবার জন্যে আগেই প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু উনি এখন নিজেই নন্দীগ্রামে পার্থী হতে চাইছেন। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, ৫০ হাজার ভোটে মমতা বন্দোপাধ্যায়কে হারাবে।

এদিন সাংসদ তথা বিজেপির রাজ্য সহ সভাপতি মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনি অনেক অত্যাচার করেছেন। তা সত্ত্বেও আপনাকে নৈহাটিতে পার্থী হবার আহবান জানাচ্ছি। দাঁড়ালে এখানেও আপনাকে হারাব। প্রসঙ্গত বুধবার সন্ধেতে নৈহাটির একটি সভায় তৃণমূলের যুব সভাপতি সনৎ দে তার পদ থেকে ইস্তফা দেবার কথা ঘোষণা করেন। এ প্রসঙ্গে সাংসদের বক্তব্য, এটা ওর নাটকবাজি ছাড়া কিছু নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্যে ও এই সব করছে। তার দাবি আগে উনি অ্যাম্বুলেন্সের হেল্পার ছিল। এখন উনি ৫০০-৬০০ কোটি টাকার মালিক। নিরাপত্তা বাড়ানোর জন্যে ওর নিজেরাই নিজেদের দলীয় অফিসে বোমাবাজি করে বিজেপির ঘারে দোষ চাপাচ্ছে। অপরদিকে বুধবার নৈহাটিতে তৃণমূলের এক সভায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেছেন, নির্বাচনে জেতার জন্যে যা যা মশলার দরকার তা কর্মীদের পৌঁছে দেব। এ প্রসঙ্গে অর্জুনের সাফ কথা, উনি তো আগেও মশলা দিয়ে এসেছিলেন। তারপর উনি কি ভাবে দৌড়ে পালিয়েছিলেন তা তো সবাই জানেন। উনার কথার এত গুরুত্ব দেবার প্রয়োজন বোধ করছি না।