এই মুহূর্তে কলকাতা

শহরে পা দিয়েই দফায় দফায় বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কাল বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে


কলকাতা , ২০ জানুয়ারি:- ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে শহরে পা রেখেই কাল বিলম্ব না করে সক্রিয় হয়ে ওঠে কমিশন। পাঁচতারা হোটেলে দফায় দফায় চলে বৈঠক। ভোট পূর্ববর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে রাজ্যে এল কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমার ও অন্যরা। রাজ্যে আগেই পৌঁছে গিয়েছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্যে পৌঁছেই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এবং পুলিশের নোডাল অফিসার-এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকের কথা রয়েছে তাঁদের। সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। তার পরেই ভোটের সঙ্গে সম্পর্কিত এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করবে কমিশন। ওই দিনই জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ।শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে বৈঠক হবে।

ওই দিনই বেলা ১ টার সময় সাংবাদিক বৈঠক করবে কমিশন। তার পরে কমিশনের দিল্লি ফিরে যাওয়ার কথা এ দিন মুখ্য নির্বাচন কমিশনার বিমানবন্দর থেকে বেরনোর সময় বলেন, আমরা তিন দিনের সফরে রাজ্যে এসেছি। শুক্রবার সংবাদ মাধ্যমের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। কবে ভোট নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ২০২১ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে ইঙ্গিত দিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে।এর আগে শোনা গিয়েছিল, এপ্রিলের গোড়ায় শুরু করে মে মাসে ১৫ তারিখের মধ্যে ভোট প্রক্রিয়া সেরে ফেলতে পারে কমিশন। কিন্তু সিবিএসই পরীক্ষার বিষয়টিকে তুলে ধরেই এখন তা এগিয়ে নিয়ে আসার চিন্তাভাবনা চলছে। তবে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফরের পরই দিনক্ষণ চূড়ান্ত হবে। করোনা সংক্রমণ এড়াতে এ বার প্রায় ২৫ হাজারের মতো বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। ভোটগ্রহণ কেন্দ্রের জন্য স্থান বাছাইয়েরও কাজ চলছে। গত বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল ছ’টি পর্যায়ে। তবে এ বার নির্বাচনের পর্যায় সংখ্যাও বাড়ানো হতে পারে। ক’টি পর্যায়ে ভোটগ্রহণ হবে, তা এখনই বলা সম্ভব না হলেও পর্যায়ের সংখ্যা যে বাড়বে, তেমনটাই ইঙ্গিত দিয়েছে কমিশন। এ বারের ভোটে ৮০ বছরের ঊর্ধ্বে হলে পোস্টাল ব্যালটের সুবিধা পাওয়া যাবে। শারীরিক ভাবে অক্ষমরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আবেদন করলে নির্বাচন কমিশন বাড়িতে পৌঁছে যাবে।