জেলা এই মুহূর্তে

ক্যান্সারে আক্রান্তের বাড়িতে এসে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিলেন স্বাস্থ্য আধিকারিকেরা।

হাওড়া , ১৫ জানুয়ারি:- ক্যান্সারে আক্রান্ত প্রায় শয্যাশায়ী প্রৌঢ়ার বাড়ি এসে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে পরিবারের হাতে তুলে দিলেন হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। শুক্রবার হাওড়ার বালি এলাকার ধর্মতলা রোডের ঘটনা। ওই এলাকার স্থানীয় বাসিন্দা কুসুমলতা পরিদা বেশ কিছুদিন যাবৎ নানা অসুখে ভুগছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। চিকিৎসা চলাকালীন সম্প্রতি তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। এই দুরারোগ্য রোগের খরচ সামলাতে নাজেহাল হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

রোগীর খরচ চালাতে গিয়ে কার্যত হিমসিম অবস্থা পরিবারের সদস্যদের। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য চেষ্টা করেও এতদিন তা জোগাড় করতে পারেননি। তাঁদের বলা হয়েছিল অসুস্থ হলেও রোগীকে নিয়ে লাইনে দাঁড়াতে হবে। কিন্তু তা সম্ভব না হওয়ায় চিন্তিত হয়ে পড়েন প্রৌঢ়ার ছেলেরা। এরপর তাঁরা যোগাযোগ করেন হাওড়া পুরনিগমের স্বাস্থ্যবিভাগের সঙ্গে। বিভাগের আধিকারিকরা আজ সন্ধ্যায় বালির ধর্মতলার বাড়িতে কম্পিউটার, ক্যামেরা সহ সমস্ত জিনিস নিয়ে এসে তাঁর ছবি তুলে কার্ড তৈরি করে পরিবারের হাতে তুলে দেন।