এই মুহূর্তে জেলা

আধুনিকতাকে দূরে সরিয়ে , পিঠে-পুলি তৈরিতে হারিয়ে যাওয়া ঢেঁকির আওয়াজ ধনিয়াখালীতে।

হুগলি , ১৩ জানুয়ারি:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারমধ্যে বাদ পড়েনি পৌষ পাবন আজ পৌষ পাবন উপলক্ষে বাংলার ঘরে ঘরে ধুমধাম করে পিঠে পুলি উৎসব পালিত হবে অতীতের সেই ঢেঁকি সালের চাল গুড়ি আজ অতীত আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে, যুগের তালে তালে সবই হারিয়ে যেতে বসেছে, আর সেই ভাবে দেখা যায় না ঢেঁকি, বিগত দিনে আমরা দেখে এসেছি পৌষ পাবনের আগে ঢেঁকির কাছে গ্রাম বাংলার মা-বোনেরা লম্বা লাইন দিনরাত এক করে তারা চালগুঁড়ি করত ব্যস্ত থাকতো এখন মোটর চালিত কলের মাধ্যমে সবই হারিয়ে গেছে, যেটুকু বেঁচে আছে সেটুকু সেইভাবে খুঁজে পাওয়া যায় না। ধনিয়াখালি থানার চৈতন্যবাটি গ্রামে এমনই একটি নিদর্শন পাওয়া গেল।