এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিজেপির মেগা মিছিল শুরু হয়েছে। উপস্থিত থাকবেন দিলীপ , অর্জুন।

হাওড়া , ১৩ জানুয়ারি:- আজ বিজেপি যুব মোর্চার তরফে হাওড়ায় ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত র‍্যালি ও যোগদান মেলা কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই র‍্যালি শুরু হয়েছে। র‍্যালি শেষ হলে আজই রয়েছে বিজেপিতে যোগদান পর্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, রাজ্য সহ সভাপতি সাংসদ অর্জুন সিং, রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।