এই মুহূর্তে জেলা

পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে।

কলকাতা , ১৩ জানুয়ারি:- তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হলো শিশির অধিকারীকে। তাঁর জায়গায় নতুন জেলা সভাপতি হয়েছেন সৌমেন মহাপাত্র। জেলায় তৃণমূলের চেয়ারম্যান পদে শুধু রাখা হয়েছে শিশিরকে। এদিন জেলা তৃণমূলের কোর কমিটি নতুন করে তৈরি করা হয়েছে। মঙ্গলবারই সরকারি পদ থেকে সরানো হয়েছিল শিশির অধিকারীকে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির। তাঁকে সরিয়ে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা অখিল গিরিকে চেয়ারম্যান করা হয়। এবার সাংগঠনিক ক্ষেত্রেও শিশিরের গুরুত্ব কার্যত অনেকটাই কমিয়ে দিল তৃণমূল।

মাস ছয়েক আগে তৃণমূলের সাংগঠনিক রদবদলের পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং সভাপতি দুই দায়িত্বে রাখা হয়েছিল শিশিরকে। তবে শিশিরের দুই ছেলে শুভেন্দু ও সৌমেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের দূরত্ব অনেকটাই বাড়ে। নতুন তৈরি হওয়া কোর কমিটির কো-অর্ডিনেটর করা হয়েছে অর্ধেন্দু মাইতি, অখিল গিরি, গৌরমোহন দাস ঠাকুর, দেব প্রসাদ মন্ডল, মাহমুদ হোসেনকে। নন্দীগ্রাম ও খেজুরির কো-অর্ডিনেটর করা হয়েছে শেখ সুফিয়ানকে। জেলায় দলের মুখপাত্র করা হয়েছে তাপস মাইতি, কাজল বর্মন ও পার্থসারথি মাইতিকে।