এই মুহূর্তে জেলা

স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে পদযাত্রা হুগলিতে।

হুগলি , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন সকালের এই পদযাত্রা শুতু হয় হুগলি মোড় থেকে। ব্যান্ড সহযোগে পদযাত্রা চুঁচুড়া পিপুলপাতির মোড়ে পৌঁছে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিকে দুধ দিয়ে অভিষেক করা হয়। এরপর মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বামীজিকে। তারপর পদযাত্রা চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেতা স্বপন পাল, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ অন্যান্যরা।

পাশাপাশি চন্দননগর বিধানসভার অন্তর্গত তালডাঙ্গা মোরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে বাইক মিছিলের মধ্য দিয়ে সকাল ৯টা নাগাত প্রভাত ফেরী করে চন্দননগর বিজেপির যুব মোর্চারা। এদিন এই মিছিল যায় ভদ্রেশ্বর গেট বাজার পর্যন্ত। প্রভাত ফেরীর সুভ সূচনা করে স্বামীজীর মূর্তিতে মাল্যদান দিয়ে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ। এদিনের কর্মসূচীতে উপস্তিত ছিলেন বিজেপি হুগলি জেলা সাধারন সম্পাদক গোপাল উপাধ্যায় সম্পাদক রাজীব নাগ সহ চন্দননগরের মন্ডল সভাপতি নিমাই দাস। মিছিল শেষে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুরেশ সাউ বলেন স্বামী জীর চিন্তাধারাকে সামনে রেখেই বিজেপি যুব মোর্চার সংগঠন গড়ে তুলেছে ।