এই মুহূর্তে কলকাতা

কলকাতায় এসে পৌঁছালো বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।।

কলকাতা , ১২ জানুয়ারি:- আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্পাইস জেটের বিমানে এদিন বেলা ১ টা ৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় করোনার ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তিনটি ট্রাকে করে পাইলট কার সহযোগে ভ্যাকসিনের বাক্স গুলি বিমানবন্দর থেকে সোজা নিয়ে যাওয়া হয় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে। সেখান থেকে শহরের তিনটি বড় হাসপাতাল নীলরতন সরকার, ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতালে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি পৌঁছে যাবে রাজ্যের সবকটি জেলার হাসপাতাল গুলিতে। সেখান থেকে বন্টনের কাজ শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গেছে।