এই মুহূর্তে কলকাতা

সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শোনাতে শর্ট ফিল্ম ৷

কলকাতা , ১২ জানুয়ারি:- অন্য নানা ক্ষেত্রের মতো ফিল্ম ও টেলিভিশন জগতের কাছেও এই অতিমারীর সময়টা বড় একটা সুসময় নয়। তবে ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে অল্প বাজেটের ছবি এবং শর্ট ফিল্মের নির্মাতা, প্রযোজকদের সামনে। এই সুযোগকে চুটিয়ে কাজেও লাগাচ্ছেন তাঁরা। স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র নির্মাতা রাজীব প্রোডাকশনের একসঙ্গে পাঁচ-পাঁচটা শর্ট ফিল্ম উদ্বোধন হল শনিবার নিউটাউনের এক হোটেলে৷ সেই পাঁচ ছবির আঙ্গিক থেকে বিষয় বস্তু এমনকি গল্প বলার ভঙ্গিতেও রয়েছে বৈচিত্র।নামেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। তামাক, রঙ পেন্সিল, প্রেস্টিজ, দহন ও মণিহারা৷উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ সৌগত রায় ও নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু৷মূলত মঞ্চের লোক হলেও শর্ট ফিল্মের প্রতি নিজের একটা ভালোলাগার জায়গা রয়েছে ব্রাত্যর।নিজের মুখেই জানালেন সেকথা।

মন্ত্রী বলেন,’আমি মনে করি শর্ট ফিল্ম নতুন প্রতিভাদের খুঁজে বের করার একটা মঞ্চ। রাজীব প্রোডাকশনকে ধন্যবাদ এমন একটা সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য৷ সৌগত রায় জানান’ আমরা সারাক্ষন রাজনীতি নিয়ে থাকি ব্যস্ততার জীবনে বড় ছবি দেখার সময় নেই তাই এমন ছবি ভালো গল্প থাকলে সবাই দেখতে চাইবে৷ ’ডিরেক্টর ইন্দ্র দেব বলেন জানান, ’প্রত্যেকটা ছবিতে মানুষ নতুন কিছু পাবেন বলে কথা দিচ্ছি ”রঙ পেন্সিলের গল্প মাচা শিল্পীদের জীবন ঘিরে আবর্তিত। করোনা যাদের রুজি রুটির সঙ্কটে ঠেলে দিয়েছে।‘তামাক’ ছবিতেও রয়েছে করোনার অনুষঙ্গ। এর বিষয়বস্তু স্বামী আর স্ত্রীর করোনা মহামারীতে লড়াই নিয়ে৷ ছবিতে আছেন বিখ্যাত অভিনেত্রী দেবলীনা দত্ত৷ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতে ছবিগুলো মুক্তি পেয়েছে এছাড়া আমাজান, হটস্টারেও দেখা যাবে সব কটি ছবি ৷