হুগলি , ১০ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি সহ কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এক বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব সহ তৃণমূলের বেশকিছু নেতৃত্ব। কিন্তু এদিনের এই মিছিল থেকেই আবারো বিধানসভা ভোটের আগেই তৃণমূল দলের প্রবল গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে চলে এলো। এদিনের মিছিলে দেখা যায়নি কানাইপুর অঞ্চলের বর্তমান সভাপতি ভবেশ ঘোষকে।এদিন মিছিল থেকে বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করেন কানাইপুরের প্রাক্তন যুবসভাপতি পার্থ ঘোষ। এদিন তিনি বলেন যাদের নেতৃত্বে পঞ্চায়েত ভোট হয়েছিল তাদের কানাইপুরের মানুষ ভালো চোখে দেখেনা, তাদের হাতে আবার ক্ষমতা দেওয়ায় একপ্রকার দলের ক্ষতি হলো এলাকায়।
পার্থ ঘোষ এদিন আরো ক্ষোভ উগরে দিয়ে বলেন কিছুদিন আগে কানাইপুরে বর্তমান সভাপতি ভবেশ ঘোষ একটি মিছিল করেছিল সেই মিছিলে বাইরের এলাকা থেকে তাকে লোক আনতে হয়েছিল এর থেকেই প্রমান পাওয়া যায় বর্তমান সভাপতির সাথে মানুষ নেই। ওপর দিকে কানাইপুর অঞ্চল তৃণমূলের বর্তমান সভাপতি ভবেশ ঘোষ জানান এলাকায় যে তৃণমূল কোনো মিছিল করেছে সেটা তার জানাই নেই। তিনি যা কর্মসূচি করেন দলের নির্দেশ মেনে করেন। কিন্তু এলাকার কিছু তৃণমূলের মানুষ যাদের বেশকিছু ভোটে বিভিন্ন চিহ্নে ভোটে দাঁড়াতে দেখা গেছিলো আদতে তারা বিজেপিকে সুবিধা করে দিতে কানাইপুরে তৃণমূলের নাম নিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছে। এদিন এই বিষয়ে তিনি তৃণমূল দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন ভবেশ ঘোষ।তবে এদিন কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূলের মিছিল হলেও সেই প্রকাশ্যে চলে এলো তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ।