এই মুহূর্তে জেলা

আমি নেতা মন্ত্রী হতে আসিনি , আমি পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই – আব্বাসউদ্দীন সিদ্দিকি।

হুগলি , ১০ জানুয়ারি:- আমি নেতা মন্ত্রী হতে আসিনি আমি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কন্ঠ হতে চাই। আমি পীড়ের ছেলে বলে ফিরিয়ে দেবেন না, ফুরফুরায় প্রতিবাদ সভায় বললেন আব্বাসউদ্দীন সিদ্দিকি। দল ঘোষনা হবে আগামী ২১ তারিখ কলকাতা প্রেস ক্লাবে। তার আগে রবিবাসরীয় বিকালে ফুরফুরা তালতলা হাটে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্বাসউদ্দীন। তিনি বলেন, ইতিহাস স্বাক্ষী আছে ফুরফুরা শরীফ যখন কংগ্রেসের মাথায় হাত রেখেছিলো তখন কংগ্রস জিতেছে। যখন সিপিএম এর মাথায় হাত রেখেছে সিপিএম জিতেছে।

আর যখন তৃনমূলের মাথায় হাত রেখেছে তৃনমূল জিতেছে। আমরা দেখেছি আদিবাসী পিছিয়ে পড়াদের জন্য কিছু হয়নি। তাই এবার তাদের পাশে থাকতে চাই।আদিবাসী তেরো শতাংশ ভয় নেই আমরা ত্রিশ শতাংশ আপনাদের সঙ্গে আছি। দলিত ২৭ শতাংশ ভয় আমরা ত্রিশ শতাংশ আপনাদের সঙ্গে আছি। আমর বলেছি আদিবাসী দলিত মতুয়া আপনারা যেখানে আছেন সেখানে আপনারা লড়াই করুন আমরা আপনাদের পাশে আছি। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। সেই আওয়াজ রোখার চেষ্টা হবে ভয় পাওয়ার কিছু নেই। জাতি ধর্মবর্ণ নির্বিশেষে আমড়া লড়াই করব।