এই মুহূর্তে জেলা

করোনা টিকার মহড়ার দিনেই রাজ্যে এসে পৌঁছাতে পারে করোনার বহু প্রতিক্ষিত প্রতিষেধক

কলকাতা , ৮ জানুয়ারি:- সারা রাজ্যে যখন জোর কদমে করোনা টিকার মহড়া চলছে সেই একই দিনে রাজ্যে এসে পৌঁছাতে পারে করোনার বহু প্রতিক্ষিত প্রতিষেধক। আজ দিল্লি থেকে বিমানযোগে কোভিড ভ্যাকসিনের বেশ কিছু ডোজ রাজ্যে আসতে পারে বলে জানা গিয়েছে। সেই সব ভ্যাক্সিন কলকাতায় স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণাগারে রাখা হবে। সেখান থেকে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের ২৩ জেলায় ভ্যাকসিন সংরক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যের প্রতি জেলায় মহড়া চলছে। নির্বাচিত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলিতে গড়ে ২৫ জন করে স্বেচ্ছাসেবককে বেছে নিয়ে মহড়া চালানো হচ্ছে।

টিকাকরণের ব্যবস্থাপনা যথাযথ ভাবে কাজ করছে কিনা তা দেখাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ কোভিড টিকার মহড়া বা ড্রাই রান চলেছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের ২৩ জেলার ৬৯ টি হাসপাতালে টিকা দানের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। কলকাতায় এসএসকেএম হাসপাতাল, নীল রতন সরকার মেডিকেল কলেজ এবং মানিকতলায় কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে মহড়ার জন্য বেছে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রথম ধাপে আজই করোনার ভ্যাকসিন রাজ্যে আসার কথা রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন। তবে প্রথম পর্যায়ে কত সংখ্যক ভ্যাক্সিনের ডোজ আসছে তা এখনও স্পষ্ট নয়।