এই মুহূর্তে কলকাতা

বিজেপির ধ্বংসাত্মক রাজনীতি বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে – পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা , ৮ জানুয়ারি:- ধ্বংসাত্মক রাজনীতি করছে বিজেপি। সবক্ষেত্রে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্রে নয়। বাহুবলে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে বিরোধীরা। বিজেপি ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বাইরে থেকে বিজেপি নেতারা এসে ইতিহাস বদলানোর চেষ্টা করছেন। কেউ এসে উন্নয়নের কথা বলে না। অপসংস্কৃতির ধারা রচনা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন করে চলেছেন। সেই লড়াইয়ে না পেরে উঠে ধ্বংসাত্মক রাজনীতি করছে বিজেপি।

একের পর এক তৃণমূল বিধায়কের দলত্যাগের জেরে বিধানসভায় সরকারের আস্থা ভোট করা উচিত বলে দাবি তুলেছিল বিরোধীরা। সেই দাবি উড়িয়ে পার্থ বলেন, কেন আস্থা ভোট হবে? সমুদ্র থেকে দূরবর্তী জল তুলে নিলে তাদের সমুদ্রের জল কমে যায় না। বিরোধী দলগুলোর কোনো অ্যাজেন্ডা নেই। উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাইছে। চরিত্র হননের রাজনীতি আমদানি করার চেষ্টা করছে বিজেপি। যারা দল বদলাচ্ছেন তাদেরও কোনো নীতি আদর্শ নেই। তিনি স্পষ্ট জানান, বাংলা এগোবে। বাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।