এই মুহূর্তে জেলা

নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে – দিলীপ ঘোষ।

বাঁকুড়া, ৭ জানুয়ারি:- বাঁকুড়ার বিবড়দার জনসভা থেকে হুঁকার ছাড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দূর্নীতি প্রসঙ্গে উদাহরণ হিসাবে ব্যবহার করলেন তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন জনসভা থেকে বলেন,’নির্বাচনের পরে পঞ্চায়েতের লুঠের টাকার হিসেব হবে। একশো দিনের কাজের টাকা লুঠের হিসেব হবে। যারা এভাবে লুঠ করেছে তাদের বাঁকুড়া জেলে জায়গা হবে। বড়রা সেন্ট্রাল জেল ও বিধায়ক সাংসদদের জায়গা হবে ভূবনেশ্বর। যেভাবে সুদীপ ও তাপসকে পাঠানো হয়েছে।’এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বলেন, যারা সিবিআই, ইডির ভয় পাচ্ছেন, তারাই জেলে যাওয়ার কথা বলছেন। নিশ্চই এর কারণ আছে। যাদের জেলে যাওয়ার ইচ্ছা আছে তারা যাবেন। দিলীপ ঘোষের দাবী, বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে দম লাগে, তার আগে ঐ দলটাই না উঠে যায়।