এই মুহূর্তে কলকাতা

আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেস ক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার।

কলকাতা , ৫ জানুয়ারি:- আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেসক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘‌বিনামূল্যে প্রেসক্লাবকে কসবায় জমি দেওয়া হলো। এবার তোমরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করে নিও।’‌ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই প্রেসক্লাবকে ফ্ল্যাট তৈরির জন্য জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিন রাজ্য সরকার তাতে স্বীকৃতি দিল।‌