কলকাতা , ৫ জানুয়ারি:- রাজবংশী ছাত্রছাত্রীরা এবার পড়াশোনা করতে পারবে মাতৃভাষাতেই। তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে রাজবংশী ভাষার ২০০ টি স্কুল রয়েছে। স্কুলগুলিতে রাজ্য সরকারের স্বীকৃতি পাওয়ার আবেদন জানিয়েছিলেন এই ভাষাভাষীর মানুষরা। মঙ্গলবার মন্ত্রীসভা বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্সপেকশন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, রাজবংশীরা তাঁদের মাতৃভাষায় পড়াশোনা করতে চায়। এ ব্যাপারে আমাদেরও কোনও আপত্তি নেই। স্কুল শিক্ষা দপ্তর পরিদর্শন করবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে। ১ বছরের মধ্যে রাজবংশীরা যাতে মাতৃভাষায় পড়ার সুযোগ পান, তার ব্যবস্থা করা হবে।
কামতাপুরীরাও তাঁদের নিজেদের ভাষায় পড়াশোনা করতে চান। কিন্তু এই ভাষায় সিলেবাস এখনও তৈরি হয়নি। আরও ৮ মাস সময় লাগবে। পড়াশোনা শুরু হতে ১ বছর লাগবে।’ মুখ্যমন্ত্রী মনে করেন, প্রত্যেকের তাঁর মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাওয়া উচিত। তাই তাঁদের ইচ্ছে অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। রাজবংশী ও কামতাপুরী ভাষার মধ্যে বেশ কিছুটা মিলও আছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘জলপাইগুড়ির বানারহাট ব্লক অনেকটা বড়। প্রশাসনিক কাজে অসুবিধে হচ্ছিল। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ব্লক ভেঙে নতুন একটি ব্লক ক্রান্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।’